IELTS ছাড়া/সহ উচ্চশিক্ষার জন্য কানাডা’য় যাওয়ার এখনই উপযুক্ত সময়।
📌 IELTS ছাড়া/সহ উচ্চশিক্ষার জন্য কানাডা’য় যাওয়ার এখনই উপযুক্ত সম য়। ------------------------------------------------------------ ✍ Apply here http://bit.ly/bsbglobal ------------------------------------------------------------ 🇨🇦 কানাডা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় পরিচালিত উত্তর আমেরিকার দেশ কানাডা। আর, বর্তমানে কানাডা হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য পছন্দের তালিকায় প্রথম। এর অন্যতম কারণ হচ্ছে, শিক্ষাজীবন শেষে সহজেই পছন্দনীয় পেশায় যোগদান, রয়েছে নাগরিকত্ব সুবিধা, যার কারণে রয়েছে স্থায়ী বসবাসের সুযোগ। ☑ IELTS ব্যতিত উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়ার এখনই উপযুক্ত সময়। ☑ বছরের প্রথম মাসেই বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক সফলভাবে ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে কানাডার ভিসা পেতে সাহায্য করেছে। ☑ যার মধ্যে অধিকাংশই ছিল IELTS ছাড়া। ☑ স্পন্সরশিপে সহযোগিতা। ☑ মে সেশনে ভর্তি হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসই হচ্ছে আবেদন করার উপযুক্ত সময়। ☑ ৩০০ টি’র অধিক বিষয়ে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। সুতর...